fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

কাশ্মীরে সেনা ছাউনিতে তুষারঝড়, নিহত ১ সেনা জওয়ান, আহত ২

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: জম্মু-কাশ্মীরে তুষার ঝড়। কুপওয়ারায় সেনা পোস্টের সামনে তুষারঝড়ে নিহত হলেন ১ জওয়ান, আহত আরও ২ জওয়ান। বুধবার কুপওয়ারার সেনা পোস্টের সামনে হঠাৎ তুষারপাতের জেরে ভূমিধস শুরু হয়। সেনা তাঁবুর ওপরে নেমে আসে তুষার ধস। সেই ভূমিধসের জেরে মৃত্যু হয় ১ জওয়ানের, আহত হন আরও ২ জওয়ান। নিহত জওয়ানের নাম নিখিল শর্মা(২৫)। বাকি দুজন হলেন রমেশ চাঁদ ও গুরবিন্দর সিং।

আরও পড়ুন- হিন্দু তরুণীকে প্রকাশ্যে গুলির জের, লাভ জিহাদের বিরুদ্ধে কড়া আইন আনছে হরিয়ানা সরকার

তুষার ধসের খবর পেয়েই ওই তাঁবুতে ছুটে আসেন অন্যান্য সেনারা। এদের মধ্যে ৩ জওয়ানকে উদ্ধার কড়া সম্ভব হয়েছে। কিন্তু ১জনকে উদ্ধার কড়া গেলেও সে আর বাঁচে নি। বাকি ২ জনের অবস্থা গুরুতর। এই ঘটনার পর কুপওয়ারা, বান্দিপোরা, বারামুলা ও গোন্ডলবাল জেলায় তুষার ধসের সতর্কতা জারি করছে জম্মু ও কাশ্মীর প্রশাসন। 

 

 

 

 

Related Articles

Back to top button
Close