fbpx
অন্যান্যপশ্চিমবঙ্গহেডলাইন

‘করোনা অতিমারীর আবহে সামাজিক সংগঠন ও তাদের দায়বদ্ধতা’

শ্যামল কান্তি বিশ্বাস : করোনা সংক্রমণ প্রতিরোধ কল্পে দেশের চরম সংকটময় পরিস্থিতিতে, বর্তমান করোনা অতিমারি আবহে সামাজিক সংগঠন ও তাদের দায়বদ্ধতা শীর্ষক আলোচনা সভা অত্যন্ত প্রাসঙ্গিক এবং সময়োপযোগী। ৩ জুলাই এই বগুলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মুক্তমঞ্চ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই আলোচনা সভার আয়োজন ছিল ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি,বগুলা ইউনিট।

 

সকাল ১১ টা থেকে সারাদিন ব্যাপি এই আলোচনা চক্রে আলোচক হিসাবে অংশগ্ৰহন করেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা “হু” এর প্রতিনিধি ডাঃ সৌম সরকার সহ নদীয়া জেলা হাসপাতালের চিকিৎসক ডাঃ আমদ প্রসাদ, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট ন্যাশনাল ইনস্টিটিউট অব বিহ্যাভেরিয়াল সাইন্সেস, ডাঃ সত্যজিৎ আশ এবং ডাঃ কেদার রঞ্জন ব্যানার্জি। অনুষ্ঠান মঞ্চে সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নদীয়া জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতি রিক্তা কুন্ডু, রানাঘাট মহকুমা শাসক হার্সিমরান সিং, রানাঘাট মহকুমা পুলিশ আধিকারিক লাল্টু হালদার, রানাঘাট উত্তর পূর্ব কেন্দ্রের বিধায়ক সমীর কুমার পোদ্দার এবং হাঁসখালি থানার ওসি রজনী কান্ত বিশ্বাস।সমগ্ৰ অনুষ্ঠান সহ সেমিনার টি সঞ্চালনা করেন আয়োজক সংগঠনের ভাইস-চেয়ারম্যান ডাঃ অতীন্দ্র নাথ মন্ডল।

Related Articles

Back to top button
Close