দুঃস্থ পরিবারের পাশে দাঁড়াতে নতুন বস্ত্র খাবারের ব্যবস্থা করল সমাজসেবী গোপাল দাস

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: লকডাউন করোনার কারণে যারা কাজ হারিয়েছে দৈনন্দিন জীবনে খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছে এইসব মানুষগুলো, তাই তাদের পাশে দাঁড়াতে একদিকে তাদের হাতে নতুন বস্ত্র, খাবারের ব্যবস্থা, পুজোয় ঠাকুর দেখানো উদ্যোগ নিলেন, বসিরহাট পৌরসভা ২১ নম্বর ওয়ার্ডের ছোট জিরাকপুর সমাজসেবী তথা বিদায়ী কাউন্সিলর গোপাল দাস ,স্বপ্না দাস। প্রায় দেড় হাজার মানুষকে ছোট থেকে বড় মহিলা থেকে পুরুষ সবাইকে মঞ্চে তুলে নতুন বস্ত্র দিলেন সঙ্গে খাবারের ব্যবস্থা করলেন।
পাশাপাশি প্রশাসন ও আদালতের নির্দেশ মেনে সামাজিক দূরত্ব বিধি স্বাস্থ্যসুরক্ষা মাথায় রেখে তাদেরকে ঠাকুর দেখানো ব্যবস্থা করল সমাজসেবীরা। সমাজের পিছিয়ে পড়া মানুষকে সামনের সারিতে এনে রীতিমতো তাদের মঞ্চে তুলে নতুন বস্ত্র ও খাবারের ব্যবস্থা করলেন। তার পাশাপাশি করোনার জন্য সবরকম ব্যবস্থা করা হয়েছে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বসিরহাটের বিধায়ক দিপেন্দু বিশ্বাস। উদ্যোক্তা গোপাল দাস ও স্বপ্না দাস সহ স্থানীয় বিশিষ্টজনেদের।