পশ্চিমবঙ্গহেডলাইন
সূর্য গ্রহণের দিনে জনশূন্য আলিপুরদুয়ার

হিতৈষী দেবনাথ, আলিপুরদুয়ারঃ সূর্য গ্রহণের দিনে কার্যত জনশূন্য আলিপুরদুয়ার। রবিবার সূর্যগ্রহণের দিনে, সকাল থেকেই আলিপুরদুয়ার শহর সহ প্রায় সর্বত্রই, রাস্তাঘাট জনশূন্য অবস্থায় দেখা গেল।
এই বিষয়ে আলিপুরদুয়ার বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার অন্যতম কর্তা কৌশিক দে বলেন, গ্রহণের পূর্বে আমরা বিভিন্ন জায়গায় নানান ভাবে সচেতন করেছি কুসংস্কার থেকে দূরে থাকতে। কিন্তু তবুও এবারও অন্যান্যবারের মতোই মানুষকে রাস্তায় দেখা গেল না। আজকের ঘটনা থেকে বোঝা গেল আলিপুরদুয়ারের মানুষ এখনো অনেকটাই কুসংস্কারাচ্ছন্ন রয়েছেন। ভবিষ্যতেও সূর্য গ্রহণের বিষয়ে কুসংস্কার থেকে মানুষকে সচেতন করার জন্য, আমরা সচেতনতামূলক প্রচার প্রতিনিয়ত করে যাব।