
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: আগামিকাল অর্থাৎ রবিবার সকাল সাড়ে দশটার পর হতে চলেছে ১০০ বছরের সবচেয়ে দীর্ঘতম বলয়গ্রাস সূর্যগ্রহণ। মেঘমুক্ত আকাশ থাকলে ভারত থেকে খণ্ডগ্রাস রূপেই দেখা যাবে এই গ্রহণ। ভারত ছাড়াও বাংলাদেশ চিন, পাকিস্তান, কঙ্গো, ইথিওপিয়া ও আফ্রিকা মহাদেশের বহু জায়গা থেকে দেখা যাবে এই গ্রহণ। কোথাও আংশিক আবার কোথাও সম্পূর্ণ গ্রহণ দেখা যাবে ওইদিন।
আরও পড়ুন: সরকারের ধমক খেয়ে রাতারাতি অর্ধেক দাম কমল কোভিট টেস্টের
জানা গিয়েছে, এই ধরনের সূর্যগ্রহণ তখন দেখা যায়, যখন সূর্যের বহিঃসীমা অঞ্চল ছাড়া বাকি অংশ চাঁদের দ্বারা ঢেকে যায়। অর্থাৎ পৃথিবী থেকে সূর্যের শুধু বহিঃসীমাকে দেখা যায়। এই ধরনের সূর্যগ্রহণ সবথেকে কম দেখা যায়। কারণ এই গ্রহণের জন্য পৃথিবী ও সূর্যের সঙ্গে চাঁদের দূরত্ব নির্দিষ্ট হওয়া প্রয়োজন। কাল সেটাই হতে চলেছে। জানা গিয়েছে কাল অর্থাৎ ২১ জুন এই বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে প্রায় ৩০ সেকেন্ড ধরে। এই কারণেই বলা হচ্ছে, গত ১০০ বছরে এই ধরনের গ্রহণ দেখা যায়নি। কারণ এতক্ষণ ধরে সাধারণত বলয়গ্রাস চলে না। কয়েক সেকেন্ডের মধ্যেই সূর্য ফের বেরিয়ে পড়ে। কিন্তু এদিন কমপক্ষে ৩০ সেকেন্ড থেকে সর্বাধিক ৪০ সেকেন্ড পর্যন্ত এই গ্রহণ হতে পারে। গত ১০০ বছরের মধ্যে আগামী কাল সবথেকে বেশি সময় ধরে দেখা যাবে এই বলয়গ্রাস সূর্যগ্রহণ।