‘কার্গিল যুদ্ধ চাইনি, এতে পাকিস্তানের কোনও লাভ হয়নি’, স্বীকারোক্তি প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: কার্গিল যুদ্ধে পাকিস্তানের কোনও লাভ হয়নি। এমনটাই বললেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তবে শুধু তাই নয় ১৯৯৯ সালের ওই কার্গিল যুদ্ধের সমস্ত দায় নিজের কাঁধ থেকে ঝেড়ে ফেলে পাক সেনাদের উপর চাপিয়ে দিয়েছেন তিনি। ওই যুদ্ধের সময় তিনি ছিলেন পাক প্রধানমন্ত্রী।
নওয়াজ শরিফ-এর দাবি, তিনি এ যুদ্ধ চাননি। বালুচিস্তানে ১১ দলের সমাবেশে ভাষণ দিতে গিয়ে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী দাবি করেছেন, ওই সময় পাকিস্তানকে যুদ্ধের দিকে টেনে নিয়ে গিয়েছিল কয়েকজন সেনা জেনারেল।
আরও পড়ুন: হাথরাস কাণ্ডে আজ ‘নজরদারি’ নিয়ে রায় দেবে শীর্ষ আদালত
এর পাশাপাশি সেনা জেনারেলদের দিকে আঙ্গুল তুলে শরিফ জানিয়েছেন, কার্গিলে অত পাকিস্তানি সেনার মৃত্যুর জন্য সেনা জেনারেলরাই দায়ী। তারাই পাকিস্তানকে কার্গিল যুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল। আর সেই সময় বহু সেনা খেতে না পেয়ে অস্ত্র না পেয়ে মারা গিয়েছে। তিনি দাবি করেন, সেকথা মনে করলে এখনও তিনি মানসিক যন্ত্রণা পান। ওইসব সেনাদের ত্যাগ দেশের কোন কাজে লাগেনি বলে তিনি দাবি করেছেন।