জরুরী পরিষেবার সঙ্গে জড়িতদের জন্য লোকাল চালাতে চান রেল কর্তাদের একাংশ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোয় লোকাল ট্রেন চলেনি। তাতে হাঁফ ছেড়েছেন পুজো কর্তারা। হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও যেভাবে নবমীর রাতে ভিড় বেড়েছিল তাতে প্রমাদ গুনছেন বিশেষজ্ঞরা। এই আবহে সবার জন্য না হলেও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষজনের জন্য লোকাল ট্রেন চালাতে চাইছেন রেল কর্তাদের একাংশ। তাঁরা চাইছেন মুম্বইয়ের ধাঁচে লোকাল ট্রেন চলুক। শিয়ালদহের ডিআরএম এসপি সিং এর কথায়, রাজ্যের জরুরী পরিষেবার কাজে যুক্তদের জন্য কিছু সংখ্যক লোকাল চালানোর অনুমতি দিক রাজ্য। আনলক পর্যায়ে বহু কিছু খুলে গিয়েছে। যাতায়াতে মানুষ সড়ক পরিবহনের উপর নির্ভর করছে। বহু মানুষ নিরুপায় হয়ে রেলকর্মীদের জন্য বরাদ্দ ট্রেনে চড়ছেন। এনিয়ে ধরপাকড়, ঝামেলা চলছেই।
রাজ্যের ইতিবাচক ভূমিকা ছাড়া লোকাল ট্রেন সাধারণের জন্য চালাতে পারবে না রেল। এই মুহূর্তে শিয়ালদহে ১৩০টি ও হাওড়ায় ৫২টি শ্রমিক স্পেশ্যাল ট্রেন চলছে রেলকর্মীদের জন্য। সংখ্যাটাকে কিছুটা বাড়িয়ে কারা ট্রেনে চড়তে পারবেন এটা রাজ্য নির্ধারণ করে দিলে রেলের সমস্যা কিছুটা কমত। পাশাপাশি জরুরী পরিষেবার কাজে যুক্ত মানুষ উপকৃত হতেন। রেলও নির্ধারিতদের বাইরে কেউ এলে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে পারবে।