fbpx
কলকাতাছবিহেডলাইন

আজ বনধের কিছু বিক্ষিপ্ত চিত্র…

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: কেন্দ্র সরকারের বিভিন্ন জনবিরোধী ও শ্রমিক বিরোধী নীতির প্রতিবাদে দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বামফ্রন্ট ও কংগ্রেসের মতো বিভিন্ন সংগঠন। কিছু জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও এখনও পর্যন্ত অবস্থা নিয়ন্ত্রণে।

কিছু কিছু জায়গায় বনধের সমর্থনে রাজনৈতিক কর্মীরা মিছিল থেকে প্রতিবাদে শামিল হন। তবে বৃহস্পতিবার  সকাল থেকে অন্যান্য দিনের মতো সরকারি বাস চলাচল ছিল স্বাভাবিক। এছাড়াও রাস্তায় ছিল অটো। মানুষও অন্যান্য দিনের মতো কাজে বের হন।

 

 

এসপ্ল্যানেড, শ্যামবাজার, সার্দান অ্যাভিনিউ, যাদবপুর সহ বিভিন্ন জায়গায় মিছিল করতে দেখা যায় বনধ সমর্থকদের।

সকাল ১০ টায় শ্যাম বাজার

এসপ্ল্যানেড
বালি মিল এবং বেলুড় মহাদেও জুটমিল ধর্মঘট সফল। ১০০ শতাংশ শ্রমিক অনুপস্থিত
যাদবপুরে মিছিলে সুজন চক্রবর্তী
যাদবপুর
যাদবপুর

 

 

Related Articles

Back to top button
Close