বৃদ্ধাকে খুনের অভিযোগ ছেলে ও বৌমার বিরুদ্ধে
কৌশিক অধিকারী, বহরমপুর: জমি সংক্রান্ত বিবাদের জেরে এক বৃদ্ধাকে খুনের অভিযোগ উঠল ছেলে ও বৌমার বিরুদ্ধে। মুর্শিদাবাদের বহরমপুরের গোয়ালজান বুধুর পাড়া এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বৃদ্ধার নাম শিখা বাগচী, বয়স (৫৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরেই ছেলে ও বৌমার সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ চলছিল। এছাড়াও অন্যান্য পারিবারিক কারণে অশান্তি চলত তাদের মধ্যে। বুধবার সকালে ওই বৃদ্ধার নিজের ঘর থেকেই তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা পরে বহরমপুর থানার পুলিশকে খবর দিলে পুলিশের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল হাসপাতালে পাঠায়। অপরদিকে বছর ৫৭ ওই বৃদ্ধার রহস্য মৃত্যু ঘিরে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে প্রশ্নের জট।
তাদের অভিযোগ, ছেলে বিপুল বাগচী ও বৌমা টুম্পা বাগচী বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, একাধিক কারণে দীর্ঘদিন ধরেই ছেলে ও বৌমা মৃত শিখা বাগচী সাথে দুর্ব্যবহার করতেন এবং প্রায় দিন অশান্তির জেরে বৃদ্ধার উপর শারীরিক অত্যাচারও করত।
ইতিমধ্যেই মৃত বৃদ্ধার ছেলে অভিযুক্ত বিপুল বাগচীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বহরমপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মর্গে পাঠিয়েছে।