fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

বাবার বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে ছেলেকে খুন

কৌশিক অধিকারী, ৪ নভেম্বর: বাবার বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ছেলেকে পিটিয়ে খুনের অভিযোগ এক সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধে। বুধবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার ললিতাকুড়ি এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম পিন্টু দাস। মৃতের পরিবার ও স্থানীয়  সূত্রে খবর পিন্টু দাসের বাবার সঙ্গে অভিযুক্ত সিআরপিএফ জওয়ানের স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক আছে।এই ঘটনা জানাজানি হতেই দিন কয়েক আগে দুই পরিবারের মধ্যে বিবাদ তৈরি হয়। মৃতের পরিবারের লোকজনকে খুনের হুমকি দিতে থাকে বলে অভিযোগ। মৃতের পরিবারের অন্যান্য সদস্যরা কেউ সেই ভয়েই বাড়িতে থাকত না। মঙ্গলবার রাতে একা নিজের বাড়ি থেকে বেরিয়ে ছিল মৃত যুবক পিন্টু দাস বলে অভিযোগ।

আরও পড়ুন- পণের দাবিতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে বালিশ চাপা দিয়ে খুন!

সেই খবর জানতে পেরে অভিযুক্ত সিআরপিএফ জওয়ান, মঙ্গলবার রাতে বেশ কয়েকজনকে নিয়ে এসে পিন্টু দাসকে খুন করে বাড়ির কাছেই একটি গাছে ঝুলিয়ে দিয়েছে বলে অভিযোগ। মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন আছে। বুধবার সকালে ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে ছুটে আসে ভগবানগোলা থানার বিশাল পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মর্গে নিয়ে যায়। যদিও ঘটনায় পুলিশ সিআরপিএফ জওয়ান সহ পাঁচ জনকে আটক করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

Related Articles

Back to top button
Close