fbpx
দেশহেডলাইন

মদ্যপানে বাধা দেওয়ায় বৃদ্ধা মাকে গুলি করে খুন ছেলের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: মদ্যপান নিয়ে বিভিন্ন সংসারে অশান্তি অব্যাহত। দেশে বিভিন্ন জায়গায় মদ্যপান করে খুনের ঘটনা বার বার খবরের শিরোনামে উঠে এসেছে। মদের জন্য অনেক সংসারে অশান্তি প্রতিনিয়ত। এমনকি সংসার জ্বলে পুড়ে নিঃশেষ পর্যন্ত হয়ে গিয়েছে এই মদের কারণে। এবার আরও একটি মর্মান্তিক ঘটনা সামনে এলো শুধু মাত্র মদকে কেন্দ্র করে। মদ্যপানের জন্য বকাবকি করায় নিজের ৬০ বছরের বৃদ্ধা মাকে গুলি করে খুন করল ২৬ বছরের ছেলে। ঘটনটি ঘটেছে উত্তর দিল্লির বাওয়ানা এলাকায়। বৃহস্পতিবার রাতে পুলিশের কাছে খবর আসে এক ৬০ বছর বয়সি মহিলাকে গুলি করা হয়েছে। এবং তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন: লকেটকে ফোন মুখ্যমন্ত্রীর! ‘বড় দিদি হিসেবে পাশে সবসময় আছি’ আশ্বাস মুখ্যমন্ত্রীর

পুলিশ সূত্রে খবর, মহিলার বাঁ চোখে গুলি করা হয়েছিল। এবং হাসপাতালে আনতে আনতেই তাঁর মৃত্যু হয়। তদন্ত চলাকালীন জানা গিয়েছে, ২৬ বছরের সূর্য পেশায় গাড়িচালক, প্রতিদিন মদ্যপান করায় ও মধ্যরাতে বাড়ি ফেরায় তার ৬০ বছরের মা এদিন তাকে বকাবকি করছিলেন। তখনই মদ্যপ অবস্থায় তার মায়ের বাঁ চোখে গুলি করে সূর্য। ইতিমধ্যে তাঁকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তার বন্দুকটি বাজেয়াপ্ত করা হয়েছে।

Related Articles

Back to top button
Close