
যুগশঙ্খ, ওয়েবডেস্ক: ন্যাশনাল হেরাল্ড মামলায় আজ সোনিয়া গান্ধীকে ফের তলব ইডি। কাল একপ্রস্থ জেরা হয়েছে। ফের আজ কেন্দ্রীয় আধিকারিকদের সামনের জেরার মুখে বসতে চলেছেন কংগ্রেস সভানেত্রী। এই নিয়ে মোট তিনবার তলব করা হল বর্ষীয়ান নেত্রীকে। এর আগে মঙ্গলবারও তিনি ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন। সেখানে প্রায় ৬ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ চলে। তবে কংগ্রেস নেত্রীর জবাবে সন্তুষ্ট হননি তারা। তাই আজ ফের তলব।
মঙ্গলবার সকাল ১১ টা নাগাদই ইডির দফতরে পৌঁছে গিয়েছিলেন। তাঁর সঙ্গে ছিলেন প্রিয়ঙ্কা ও রাহুল গান্ধী।
জানা গিয়েছে, দীর্ঘ ছয় ঘণ্টার জেরায় ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্র ও ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেডের সঙ্গে সনিয়া গান্ধী কতটা জড়িত ছিলেন, তা নিয়ে একাধিক প্রশ্ন করা হয়। তবে কংগ্রেস নেত্রী মেরেকেটে প্রায় ৩০টি প্রশ্নের উত্তর দিয়েছিলেন। মাঝে ৯০ মিনিটের বিরতি দেওয়া হয় মধ্যাহ্নভোজের জন্য। এরপর দুপুর থেকে ফের জিজ্ঞাসাবাদ শুরু হয়। প্রায় সন্ধে সাতটা অবধি জেরা চলে।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অ্যাডিশনাল ডিরেক্টর মণিকা শর্মার নেতৃত্বেই প্রবীণ কংগ্রেস নেত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে গত ২১ জুলাই তিনি ইডির দফতরে হাজিরা দেন। আজ দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করে ইডি।