fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

দেশের স্বার্থে সনিয়ারই সভানেত্রী পদে থাকা উচিত: ক্যাপ্টেন

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক:  টালমাটাল কংগ্রেস! নেতৃত্বের অভাব এবং দলের একাধিক সাংগঠনিক সমস্যা তুলে ধরে সনিয়া গান্ধীকে চিঠি দিয়েছেন ২৩ জন শীর্ষস্থানীয় কংগ্রেস নেতা। সোমবার সেই নিয়ে বসছে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক। এর মধ্যেই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং স্পষ্ট জানিয়ে দিলেন, নেতৃত্বে তিনি গান্ধী পরিবারের কোনও সদস্যকেই দেখতে চান।

গান্ধী পরিবারের ঘনিষ্ঠ এই নেতার মতে, ভোটে পরাজয় ‘‌নেতৃত্ব বদলের মাপকাঠি’‌ হতে পারে না। তিনি আরও মনে করিয়ে দিলেন, গান্ধী পরিবারের আত্মত্যাগ, দায়বদ্ধতা ভুলে যাওয়া ঠিক হবে না। আর ঠিক কারণেই আজও কংগ্রেস ‘‌বিজেপি–র পথে পাথর হয়ে দাঁড়িয়ে রয়েছে। ধর্ম ও জাতির ভিত্তিতে তাদের দেশভাগের লক্ষ্য আটকেছে।’‌

অমরিন্দর একথাও বুঝিয়ে দিলেন, কোনওভাবেই গান্ধী পরিবারের বিরুদ্ধে যাবেন না। তাঁর মতে, দেশের এ রকম পরিস্থিতিতে দলের পুনর্গঠন চেয়ে নেতাদের চিঠি দেশ এবং দলের স্বার্থের বিরোধী। দেশে এখন ‘‌ঐক্যবদ্ধ বিরোধী দল’‌ প্রয়োজন। আর কংগ্রেসে দরকার এমন নেতা, যাঁকে গোটা দল মেনে নেবেন। যাঁকে গোটা দেশ মেনে নেবে। আর এজন্য গান্ধী পরিবারের সদস্যই আদর্শ হতে পারে। অমরিন্দর এখনও মনে করেন, সোনিয়ারই সভানেত্রী পদে থাকা উচিত। রা

Related Articles

Back to top button
Close