fbpx
বিনোদনহেডলাইন

নিজের বায়োপিকে নিজেই অভিনয় করতে চান সোনু

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বড়পর্দায় খলনায়কের ভূমিকায় অভিনয় করলেও লকডাউনের শুরু থেকে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানোর মধ্যে দিয়ে বাস্তবে সারা দেশে নায়ক হয়ে উঠেছেন সোনু সুদ। এরপর থেকেই অনেক প্রযোজক তাঁর বায়োপিক তৈরির একাধিক প্রস্তাব রাখছেন অনেক। এই প্রসঙ্গে তিনি বলেন, যদি আমার বায়োপিক হয়, তাহলে নিজেই অভিনয় করব। আমার মনে হয়, বায়োপিকে নিজেই অভিনয় করার অধিকার অর্জন করেছি। বায়োপিকের ক্ষেত্রে এটাই আমার একমাত্র শর্ত থাকবে।’

তবে তিনি এও বলেন, বায়োপিক কবে হবে, সেটা এখনই বলা যাচ্ছে না। আমার জীবন নিয়ে ছবি করার সময় এখনও আসেনি। আমার অন্য অনেক কাজ আছে। অন্য অনেক লক্ষ্যপূরণ করতে হবে। যদিও পর্দায় আমার জীবন দেখার জন্য তৈরি কি না জানি না।’

উল্লেখ্য, লক ডাউনের শুরু থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য একের পর এক মহান উদ্যোগ নিয়ে চলেছেন সোনু সুদ। শুধু তাই নয়, আর্থিকভাবে সমস্যায় থাকা পড়ুয়াদের জন্য স্কলারশিপেরও ব্যবস্থা করেন তিনি। শুধু তাই নয়, করোনা আবহে পরিযায়ী শ্রমিক সহ সমাজের বিভিন্ন অংশের দুর্দশাগ্রস্ত মানুষদের নিয়ে বই লিখছেন সোনু। কিছুদিনের মধ্যেই সেই বই প্রকাশিত হবে বলে জানিয়েছেন তিনি।

Related Articles

Back to top button
Close