
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: দেশে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। বিগত কয়েকদিন ধরে ৪০ হাজার করে মানুষ দেশে করোনায় আক্রান্ত হচ্ছে। এবার এই নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন হরভজন সিংহ। গত তিনদিনে দেশে সংক্রমণ এক লক্ষ ছাড়িয়েছে। দেশে মোট সংক্রমিতের সংখ্যা ১২ লক্ষের ওপর এখন।
এই প্রাক্তন ক্রিকেটার গতকাল ভারতে একদিনে নতুন করে সংক্রমণ সংখ্যা সর্বোচ্চ ৪৫,৭২০ হওয়ায় ট্যুইটে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। করোনা ভাইরাস এ দেশে ছড়িয়ে পড়ার পর থেকেই গভীর উদ্বেগ প্রকাশ করে আসা হরভজন লিখেছেন, ‘শীঘ্রই দিনে এক লাখ করে সংক্রমণ হতে চলেছে। কারও কি মাথাব্যথা আছে?’
It’s gonna be 1 lakh per day soon.. anyone care ??? https://t.co/ndFcwvZFeY
— Harbhajan Turbanator (@harbhajan_singh) July 23, 2020
করোনা নিয়ে বিশেষজ্ঞদের অভিমত, যে দ্রুত হারে সংক্রমণ বাড়ছে, তাতে অচিরেই প্রতিদিন নতুন করে এক লক্ষ লোকের আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে ভ্যাকসিন না বেরনো পর্যন্ত সামাজিক দূরত্ববিধি মেনে ভাইরাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ডাক দিয়েছেন।