fbpx
আন্তর্জাতিকআমেরিকাহেডলাইন

সৌদিসহ আরব দেশগুলিও ইজরায়েলকে স্বীকৃতি দেবে: ট্রাম্প

ওয়াশিংটন, (সংবাদ সংস্থা):  সংযুক্ত আরব আমিরশাহি ও বাহরাইনের মতো সৌদি আরবসহ অন্য আরব দেশগুলিও শীঘ্রই ইজরায়েলকে স্বীকৃতি দেবে বলে আশা ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প জানান, ‘আগ্রহী দেশগুলির মধ্যে দুটি দেশের সঙ্গে আমি কথা বলেছি। তারা আমাকে জানিয়েছে, তারা প্রস্তুত। শীঘ্রই  আপনারা রক্তপাতহীন এক শান্তিপূর্ণ মধ্যপ্রাচ্য দেখতে পাবেন।’
তবে, আরব দেশর সংখ্যা আরও বাড়তে পারেও বলে আভাস দিয়েছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, ‘একথা বলতে পারি ইজরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সারিতে আরও ৭, ৮ অথবা ৯টি দেশ আছে, যারা আমাদের সঙ্গে যুক্ত হবে। আমি অনুভব করছি, সৌদি আরবও অবিলম্বেই এই শান্তিপ্রচেষ্টার কাতারে শামিল হবে। এটা অনুমান নয়, সৌদি রাজার সঙ্গে কথা বলার পরই আমার যে অভিজ্ঞতা হয়েছে, তার আলোকেই একথা বলছি।’
উল্লেখ্য, গত মঙ্গলবার হোয়াইট হাউসে বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে ইসরায়েলের চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি স্বাক্ষরের পর মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ওই অঞ্চলের কয়েক দশকের সংঘাত ও বিভাজনের অবসান ঘটিয়ে মধ্যপ্রাচ্যে নতুন ভোরের সূচনা করবে এই চুক্তি। তাই, সাহসের দেখানোর জন্য এই তিন দেশের নেতাদের ধন্যবাদ জানাই। আমরা ভবিষ্যতের জন্য একটি বিশাল পদক্ষেপ নিয়েছি, যেখানে সব বিশ্বাসের ও সব জাতিগোষ্ঠীর মানুষ ঐক্যবদ্ধভাবে শান্তি এবং সমৃদ্ধিতে বসবাস করবেন।’
প্রসঙ্গত উল্লেখ্য, চলতি মাসে আরব বিশ্বের তৃতীয় ও চতুর্থ দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে সংযুক্ত আরব আমিরশাহি ও বাহরাইন। এর আগে ১৯৭৯ সালে মিসর এবং ১৯৯৪ সালে জর্ডানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয় ইজরায়েলের।

Related Articles

Back to top button
Close