গান স্যালুটে অন্তিম যাত্রায় সৌমিত্র চট্টোপাধ্যায়

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: গান স্যালুটে অন্তিম যাত্রায় সৌমিত্র চট্টোপাধ্যায়। কেওড়াতলা মহাশ্মশানে এদিন গান স্যালুট দেওয়া অভিনেতা নেতা। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। কেওড়াতলায় উপস্থিত ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ে কন্যা পৌলমী চট্টোপাধ্যায়।
গান স্যালুটের সঙ্গে সঙ্গে চোখের জল ছাপিয়ে যায় কেওড়াতলায় আসা তার সকল ভক্তদের। এদিন তাদের প্রিয় ফেলুদাকে শেষ দেখা দেখতে ছোট ছোট ছেলে রবীন্দ্র সদনে ভিড় করে।
গান স্যালুটের সঙ্গে সঙ্গে চোখের জল ছাপিয়ে যায় কেওড়াতলায় আসা তার সকল ভক্তদের।
এদিন তাদের প্রিয় ফেলুদাকে শেষ দেখা দেখতে ছোট ছোট ছেলে রবীন্দ্র সদনে ভিড় করে। আজ দুপুর ১২.১৫ নাগাদ বেলভিউ নার্সিং হোম থেকে জানানো এই বর্ষীয়ান অভিনেতার মৃত্যুর খবর জানানো হয়। টানা ৪০দিন জীবন যুদ্ধে লড়াই চালিয়ে আজ হার মানলেন ফেলুদা।
কেওড়াতলা শ্মশানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজনৈতিক দলের অন্য কর্তা ব্যক্তিরা। ছিলেন প্রশাসনিক জগতের আধিকারিক। এছাড়াও উপস্থিত বিনোদন জগতের তারকারা। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য অসুস্থতার জন্য নিজে উপস্থিত না থাকতে না পারলেও এই খবরে শোকবার্তা জানিয়েছেন তিনি।