fbpx
কলকাতাবিনোদনহেডলাইন

মহাসঙ্কটে সৌমিত্র, পুরনো ক্যান্সার ছড়িয়েছে ফুসফুস ও মস্তিষ্কেও

শরণানন্দ দাস, কলকাতা: বাংলার প্রবাদপ্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা সঙ্কটজনক। করোনায় আক্রান্ত সৌমিত্রের প্রস্টেট ক্যান্সার ছড়িয়েছে ফুসফুস ও মস্তিষ্কেও। এমনকি তাঁর মূত্রথলিতে ও সংক্রমণ ঘটেছে। ফলে তাঁর শারীরিক অবস্থা নিয়ে ফের নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে।

প্রসঙ্গত করোনা আক্রান্ত এই অভিনেতাকে মধ্য কলকাতার বেসরকারি হাসপাতালে গত মঙ্গলবার ভর্তি করা হয়। শুক্রবার থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তবে দ্বিতীয় প্লাজমা থেরাপির পর তাঁর অবস্থার সামান্য উন্নতি হয়। যদিও সোমবার হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, প্রবীণ অভিনেতার শারীরিক অস্বস্তি বেড়েছে। তিনি মাঝে মাঝেই উত্তেজিত হয়ে পড়ছেন।

করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন শ্যুটিং বন্ধ থাকার পর ফের সতর্কতা নিয়েই টলিউডে কাজ শুরু হয়েছিল। সৌমিত্র চট্টোপাধ্যায় পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় তাঁর জীবনী নির্ভর ছবিতে অভিনয় করেন। তাঁকে নিয়ে তৈরি একটি তথ্যচিত্রের শ্যুটিংয়েও অংশ নেন। সম্প্রতি একটি নাটকের মহড়াতেও গিয়েছিলেন। সৌমিত্র চট্টোপাধ্যায়ের অসুস্থতার খবরে উদ্বিগ্ন টলিউড।

Related Articles

Back to top button
Close