fbpx
কলকাতাবিনোদনহেডলাইন

সংকটে সৌমিত্র চট্টোপাধ্যায়, রক্তে সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকেরা

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: সংকটে বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা। রক্তে সংক্রমণ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। রবিবার হিমোগ্লোবিন কাউন্ট ওঠানামার পর থেকেই রক্তে সংক্রমণ শুরু হয়। তার আভ্যন্তরীণ রক্তক্ষরণ অনিয়ন্ত্রিত। এই মুহূর্তে ভেন্টিলেশনে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়।

করোনায় আক্রান্ত হয়ে কলকাতার বেলভিউ নার্সিং হোমে ভর্তি রয়েছেন ৮৫ বছরের বর্ষীয়ান খ্যাতনামা অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। একদিকে তাঁর কোমর্বিডিটি ও বার্ধক্যজনিত কারণ ভাবিয়ে তুলছে চিকিৎসকদের। ইতিমধ্যেই সিটি স্ক্যান করে তার আভ্যন্তরীণ রক্তক্ষরণের মূল উৎসটি জানার  চেষ্টা করা হচ্ছে।  সেইসঙ্গে তার স্নায়ুজনিত সমস্যা রয়েছে। তবে তাঁর ইউরিনের সমস্যা নেই। ফুসফুস ও শরীরের অক্সিজেনের মাত্রাও ঠিক আছে। রবিবারও তার একটি ডায়ালিসিস করা হয়।

আরও পড়ুন:উপসর্গ থাকলেই রোগীদের সেফ হোমে চলে আসার পরামর্শ ফিরহাদের

প্রসঙ্গত, গত ৬ অক্টোবর থেকে করোনায় আক্রান্ত হয়ে কলকাতার বেলভিউ নার্সিং হোমে ভর্তি রয়েছেন খ্যাতনামা অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। পরে তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। পরে অভিনেতার শারীরিক অবস্থার অবনতির জন্য তাঁকে আইটিইউতে ভর্তি করা হয়। গত ১১ অক্টোবর তার প্লাজমা থেরাপি করা হয়। Entertanment News
.

Related Articles

Back to top button
Close