সংকট না কাটলেও আগের চেয়ে ভালো আছেন ফেলুদা

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: সংকট না কাটলেও আগের চেয়ে শারীরিক অবস্থা ভালো বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। মঙ্গলবার বিকেল তিনটের বুলেটিনে বেলভিউ নার্সিং হোমের পক্ষ থেকে ডাঃ অরিন্দম কর জানিয়েছেন, ভেন্টিলেশনে রয়েছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। অভিনেতার শরীরে যে ইউরিনের সমস্যা তৈরি হয়েছিল তা অনেকটাই নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে ক্রিয়েটিনিন বেড়েছে। নেফ্রলজিস্টদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। আগের থেকে শরীরে অক্সিজেনের অবস্থা স্বাভাবিক। এক্স রে রিপোর্ট ও প্লেটলেট রিপোর্টও স্টেবল। প্লেটলেট বাড়ানোর জন্য ওষুধ দেওয়া হচ্ছে। সংকট না কাটলেও আগের চেয়ে শারীরিক অবস্থার কিছুটা হলেও উন্নতি হয়েছে।
গত ৬ অক্টোবর থেকে কলকাতার বেলভিউ নার্সিং হোমে করোনা আক্রান্ত হয়ে ভর্তি হন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। মাঝখানে শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও তারপর থেকেই ক্রমশ জটিল হতে থাকে তাঁর অবস্থা। অভিনেতার আরোগ্য কামনায় সোশ্যাল মিডিয়া জুড়ে প্রার্থনা সকলের।