
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বাংলা চলচ্চিত্র জগতের খ্যাতনামা অভিনেতা বর্ষীয়ান সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার হঠাত্ অবনতি হল শুক্রবার। এদিন সন্ধ্যায় মেডিকেল বুলেটিনে জানানো হয়, তাঁর মস্তিষ্কের স্নায়বিক সমস্যা বেড়েছে। ভালো কাজ করছে না হৃদযন্ত্রও। হার্টবিট অনেকটাই বেড়ে গিয়েছে। মেডিকেল টিম এই অবস্থা থেকে বের করে আনতে শতত চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
শুক্রবার সন্ধ্যায় বেলভিউ হাসপাতালের তরফে চিকিত্সক অরিন্দম কর যে অডিও বুলেটিন দিয়েছেন তাতে তাঁর গলাও যেন উদ্বেগে ধরে আসছে। তিনি জানিয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের হার্টবিট অনেক বেড়ে গিয়েছে। যা অস্বাভাবিক। কিডনির অবস্থাও খুবই খারাপ। রক্তচাপ নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। ডক্টর কর জানিয়েছেন, সৌমিত্রবাবু হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে সবচেয়ে সংকটজনক অবস্থা হয়েছে তাঁর। তাঁর মস্তিস্কের স্নায়বিক সমস্যা বেড়েছে। রক্তজমাট বেধেছে কি না, তা জানতে এ দিন সৌমিত্রর সিটি স্ক্যান করা হয়। ইউএসজিও করেছেন চিকিত্সকেরা। হৃদযন্ত্রও ভাল কাজ করছে না। ‘হার্ট রেট’ অনেকটাই বেড়ে গিয়েছে। তিনি এখন ভেন্টিলেশনে রয়েছেন। বাড়াতে হয়েছে অক্সিজেনার মাত্রাও। কিডনির সমস্যার কারণে বেশ কয়েকবার ডায়ালেসিস করতে হয়েছে।