সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা সঙ্কটজনক। তাঁকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হবে। রবিবার হাসপাতাল সূত্রে জানা গিয়েছে , চিকিৎসায় সাড়া দিলেও তার অবস্থা স্থিতিশীল নয়। বিশিষ্ট এই অভিনেতার শরীরে শারীরিক সমস্যা ছাড়াও রয়েছে জ্বর। সেইসঙ্গে প্রবীণ এই অভিনেতার প্রস্রাবে ই-কোলাই পাওয়া গিয়েছে। দেহে সোডিয়াম বেড়েছে, জলের ঘাটতি রয়েছে।সর্বক্ষণেই তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই মুহূর্তে কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে খ্যাতনামা প্রবীণ এই অভিনেতা।
রবিবার বেলভিউ ক্লিনিকের তরফে মেডিকেল বুলেটিনে সূত্রে জানানো হয়েছে, সৌমিত্র চট্টোপাধ্যায়ে শারীরক অবস্থা একই রকম আছে। চিকিৎসায় সাড়া দিলেও উদ্বেগ কাটেনি। জ্বরের পাশাপাশি সংক্রমণ রয়েছে বুকে। বেড়েছে অস্থিরতা। তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হতে পারে।
আরও পড়ুন:আস্ত একটি মন্দির ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল পাকিস্তানে, নিরাপত্তাহীনতায় পাক সংখ্যালঘুরা
সৌমিত্র চট্টোপাধ্যায়ের একাধিক কোমবিডিটি চিন্তার অন্যতম কারণ। উচ্চ পিএসএ কাউন্ট, ডায়াবিটিস-সহ নানা আনুষঙ্গিক রোগ রয়েছে তাঁর।