কলকাতাগুরুত্বপূর্ণবিনোদনহেডলাইন
করোনার বিপদ উড়িয়ে ক্রমেই উন্নতির দিকে সত্যজিতের ‘প্রদোষ মিত্র’

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: তবে কি আবারও স্বমহিমায় ফিরছেন ‘প্রদোষ মিত্তির’ ওরফে ‘ফেলুদা’। গতকালই জানা গিয়েছিল শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। সেই অবস্থার আরও খানিকটা উন্নতি হয়েছে। শনিবার সকালে বেলভিউ হাসপাতালের তরফে জানানো হয়েছে, সৌমিত্রবাবুর সব রিপোর্ট সন্তোষজনক। গতকাল রাতে ভাল করে ঘুমিয়েছেন অভিনেতা। কথাবার্তায় সাড়া দিচ্ছেন তিনি। সবাইকে চিনতে পারছেন। মনকে শান্ত রাখতে পছন্দের গান শুনছেন তিনি।
হাসপাতাল সূত্রে খবর, কোভিড রিপোর্ট নেগেটিভ আসার পর থেকে আর জ্বর আসেনি অভিনেতার। তারপর থেকে ক্রমাগতই তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। যদিও এখনও তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। আইটিইউতেই রাখা হয়েছে তাঁকে। কোনও রকমের ঝুঁকি নিতে নারাজ চিকিৎসকরা।