
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ২০২০ সালকে অনেকদিন মানুষে মনে রাখবে, তার কারণ শুধু প্যান্ডামিক নয়। এই বছর প্রথম থেকে আজ পর্যন্ত কেড়ে নিল দেশের একাধিক গুণি মানুষকে। সবাই যে কোভিডে আক্রান্ত হয়ে চলে গেলেন এমন নয়, অনেকেই গেছেন বয়সজনিত অসুখে আক্রান্ত হয়ে। দুর্ভাগ্যবশত সেই তালিকায় সম্প্রতি যোগ হল বাঙালির অন্যতম আইকন, সত্যজিতের ফেলুদা সবার প্রিয় সৌমিত্র চট্টোপাধ্যায়। তিনি শুধু অভিনেতা ছিলেন না। অভিনয় করার পাশাপাশি ছিলেন পত্রিকার সম্পাদক, কবি, বাচিক শিল্পী, নাট্যকার এবং চিত্রকর। একজন মানুষের মধ্যে এত গুণের উপস্থিতি বিরল।
৮৬ বছর বয়সেও তাঁর ডায়রি থেকে অবসরের তারিখ খুঁজে পাওয়া ছিল দুষ্কর। যখন তাঁর প্রস্থানে রাজ্যবাসির মন ভারাক্রান্ত, তখন সানডে ক্ল্যাসিকস অরিজিনাল প্রয়াত অভিনেতার স্মরণে পরিবেশন করতে চলেছে, ‘শেষের সৌমিত্র শুরু থেকে’ শিরোনামের তথ্যচিত্র, যা পরিচালনা করেছে ঋত্ত্বিক ঘোষ এবং সুপ্রীতা মৈত্র তাদের সৌমিত্রপ্রীতি থেকে। সুপ্রীতার সৌভাগ্য হয়েছিল প্রবাদপ্রতিম মানুষটির সান্নিধ্যে আসার। দু’জনের ভারাক্রান্ত মনই এই আয়োজনের মূল কারণ।