fbpx
ক্রিকেটবিনোদন

আমার চরিত্রে অভিনয়ের আগে আমার মত বডি বানাতে হবে ঋত্বিককে: সৌরভ

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ক্রিকেট মাঠের পর এবার কি রুপোলি পর্দায় দেখা যাবে দাদাগিরি? বায়োপিক হবে কিনা তা সময়ই বলবে। তবে নেহা ধুপিয়ার টক শোতে বায়োপিক নিয়ে হৃতিক রোশনের প্রসঙ্গ উত্থাপন করে এই কথাই বলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি ‘নো ফিল্টার নেহা’তে অতিথি হয়ে এসেছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ও বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। চলতি বছরের শুরুর দিকেই করণ জোহরের সঙ্গে সৌরভের সাক্ষাৎকে কেন্দ্র করে জোর গুঞ্জন শোনা গিয়েছিল যে এবার বোধহয় তিনি বায়োপিকের জন্য সবুজ সংকেত দিয়েছেন। যেখানে সৌরভের ভূমিকায় দেখা যেতে পারে হৃতিক রোশনকে।

উল্লেখ্য সম্প্রতি নেহা ধুপিয়ার একটি ওয়েবিনারে সৌরভ গাঙ্গুলী ছিলেন অতিথি। সেখানে নেহা থাকে তার বায়োপিক এর জন্য পছন্দের অভিনেতা হৃত্বিক রোশন প্রসঙ্গ তুলে ধরেছিলেন। সেই প্রসঙ্গেই সৌরভ বলেন আমার চরিত্রের ঋত্বিককে অভিনয় করার আগে আমার মতন বডি বানাতে হবে ঋত্বিককে। এই কথায় শুনে হেসে ওঠেন দুজনেই।

Related Articles

Back to top button
Close