fbpx
ক্রিকেটখেলাগুরুত্বপূর্ণহেডলাইন

কোভিডের বেড়া ভেঙ্গে বাউন্ডারি! করোনার কাছে ‘নেগেটিভ’ চরিত্রেই দাদাগিরি

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগেই দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের করোনা পজিটিভ হওয়ার খবর এসেছিল ৷ বাড়িতে করোনা ভাইরাস থাবা বসানোয় পরীক্ষা করিয়েছিলেন সৌরভ  গাঙ্গুলিও ৷ তবে স্বস্তির খবর, বিসিসিআই প্রেসিডেন্টের কোভিড পরীক্ষার ফল নেগেটিভ এসেছে ৷

সৌরভের দাদা স্নেহাশিস গাঙ্গুলীর করোনায় আক্রান্ত হওয়ার পর এখন হাসপাতালে ভর্তি ৷ তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে ৷ সৌরভের দাদার করোনা ধরা পড়ায় স্বভাবতই উদ্বেগ ছড়ায় বেহালার বীরেন রায় রোডের বাড়িতে ৷

স্নেহাশিসের রিপোর্ট পজিটিভ আসার পরেই সেলফ কোয়ারেন্টাইনে চলে গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ আইসিসি ও বোর্ডের বৈঠক বাড়ি থেকেই করার পাশাপাশি সমস্ত টেলিভিশন শো-এর সমস্ত শ্যুটিংও বাতিল করে দিয়েছিলেন তিনি ৷ এবার করোনা পরীক্ষার ফল তাঁর নেগেটিভ আসায় স্বস্তি ফিরেছে

Related Articles

Back to top button
Close