fbpx
কলকাতাহেডলাইন

সৌরভ সারা দেশের আইকন, তাঁর সম্পর্কে নেতিবাচক মন্তব্য ঠিক নয়: কৈলাস বিজয়বর্গীয়

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলার ‘মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের গেরুয়া শিবিরে যোগ নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছে। যদিও কোন পক্ষ থেকেই এ বিষয়ে স্পষ্ট কোন ইঙ্গিত নেই। কিন্তু তারইমধ্যে  তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়ের সৌরভ সম্পর্কে  নেতিবাচক মন্তব্য রাজ্য রাজনীতিতে আলোড়ন তুলেছে। সৌগত রায়ের টুইটের তীব্র বিরোধিতা করেছেন বিজেপির এই রাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

কী বলেছেন কৈলাস বিজয়বর্গীয়? মঙ্গলবার বিজেপির হেস্টিংস দফতরে বৈঠকের পর এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ‘ সৌরভ গঙ্গোপাধ্যায় শুধু বাংলার নন, সারা দেশের একজন আইকন। তাঁর সম্পর্কে এই ধরনের নেতিবাচক মন্তব্য করে সুরুচির পরিচয় দেননি তৃণমূল সাংসদ সৌগত রায়। এই ধরনের মন্তব্য করে তিনি বাঙালির আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়কে অপমান করেছেন।’

মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় এই প্রসঙ্গে টুইটে সৌগত রায়কে কটাক্ষ করে লিখেছেন, ‘ সৌরভ বড়োলোকের ছেলে, শুধু ক্রিকেট খেলেছেন, কখনও মিছিলে নেতৃত্ব দেননি,,, মোদ্দা কথা শুধু নিজের কাজটা মন দিয়ে করার কোনও দাম নেই। সব কিছুতেই রাজনীতি করতে হবে।’ বিজেপির সাধারণ সম্পাদক রথীন্দ্র বসু টুইটের লিখেছেন, ‘ বাংলা তথা ভারতের গর্ব সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে অপমানজনক বিবৃতি দিলেন সৌগত রায়! এখনও কী মনে হয় এঁরা বাংলার সভ্যতা, কৃষ্টি, সংস্কৃতির  গৌরবের কাণ্ডারী? ক্ষমতাচ্যূত হওয়ার ভয় এতোটাই গ্রাস করেছে যে চেতনা, বুদ্ধি লোপ পেয়েছে?’

Related Articles

Back to top button
Close