লকডাউন পর্বে রেলপথ মেরামতির কাজে নজির রেখেছে দক্ষিণ পূর্ব রেল

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ট্রেন চলাচলে রেললাইনের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। কারণ এই লাইনের উপর যাত্রী ও পণ্যের ভার সবচেয়ে বেশি পড়ে। বিশেষ করে দক্ষিণ পূর্ব রেলের ৬৪৬৪৬২৪ কিলোমিটার রেলপথ গিয়েছে খড়গপুর, আদ্রা, চক্রধরপুর, রাঁচি ডিভিশনের উপর দিয়ে। বিরাট সংখ্যক মেল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার ও মালগাড়ি এই পথে যাতায়াত করে। রেলপথের উপর নজরদারি করা তাই জরুরী। চব্বিশ ঘণ্টা সেকশান ইঞ্জিনিয়ার, স্থায়ী ওয়ে ইন্সপেক্টর, ট্র্যাক মেনটেন্যান্স কর্মী রেলপথে নজরদারি করেন।
করোনা পরিস্থিতিতে ও তার অন্যথা হয়নি। সিভিল ইঞ্জিনিয়াররা পরিকাঠামোগত কাজ দেখেছেন। নিরাপত্তা কর্মীরা সুরক্ষাজনিত বিষয়গুলো দেখভাল করেছেন। এঁরা সবাই করোনা বিধি মেনে মাস্ক পরে কাজ করেছেন। এই করোনা আবহেও দেশের নানা প্রান্তে পার্সেল এক্সপ্রেসের মাধ্যমে জরুরী পণ্য পৌঁছে দিয়েছে দক্ষিণ পূর্ব রেল।