আমফানের তাণ্ডবে সাঁকো ভেঙ্গে বিচ্ছিন্ন কোচবিহারের দক্ষিণ-পশ্চিম অংশ
সোমা কর দিনহাটা: আমফানের তাণ্ডবে সাঁকো ভেঙ্গে বিচ্ছিন্ন কোচবিহারের দক্ষিণ – পশ্চিম অংশ। কোচবিহার জেলা শহরের দক্ষিণের প্রবেশদ্বার হিসেবে পরিচিত ফাঁসিরঘাটের অস্থায়ী বাঁশের সাঁকোটি ভেঙে গেছে আমফানের ঝাপটায়। ফলে কোচবিহার জেলার দক্ষিণ-পশ্চিম অংশ বিচ্ছিন্ন। লাখ লাখ মানুষের শহর প্রবেশ কঠিন হয়ে পড়েছে। লকডাউনের জেরে গণপরিবহনের অপ্রতুলতায় সাধারণ জনগণের শহর প্রবেশের যন্ত্রণা বেড়েছে কয়েকগুণ। এখানে একটি সড়ক সেতুর দাবি দীর্ঘদিনের। সেই দাবিতে চলছে আন্দোলন।
দাবি পূরণ না হওয়ায় ক্ষোভ তৈরি হচ্ছে কোচবিহার বাসির মধ্যে।
গোসানীমারী নাগরিক কমিটির সম্পাদক প্রদীপ ঝাঁ বলেন, “জেলার হাজার হাজার মানুষের পাশাপাশি গোসানীমারির বাসিন্দারাও এই ঘাটের উপর যাতায়াত করেন। সাঁকোটি ভেঙে যাওয়ায় আমরা খুবই অসুবিধায় পড়বো। প্রশাসন দ্রুত কোনো ব্যবস্থা নিক।” ফাঁসিরঘাট সেতু আন্দোলন কমিটির দাবি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরতে অগ্রণী ভূমিকা পালনকারি কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেস যুব সভাপতি বিষ্ণু ব্রত বর্মন জানান, ফাঁসিরঘাটে সেতুর জন্য তিনি চেষ্টা করবেন।
সেতুর দাবিতে আন্দোলনরত ফাঁসিরঘাট সেতু আন্দোলন কমিটির সভাপতি কাওসার আলম ব্যাপারী বলেন, “আমরা সেতুর দাবিতে আন্দোলন করছি বৃহত্তর মানবিক স্বার্থে। এখানে সেতু হলে মানুষের জীবন যাত্রায় আসবে নতুন গতি , জেলায় উন্নয়নের গতি হবে আরও তরান্বিত। জনগণের স্বার্থে ও উন্নয়নকে সামনে রেখে এখানে একটি সেতু তৈরি অন্তত জরুরি।