fbpx
কলকাতাগুরুত্বপূর্ণহেডলাইন

স্পা’য়ের ভেতর রমরমিয়ে মধুচক্র, টেলি অভিনেতা সহ STF’র জালে ১৬

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: শহরের দুটি স্পা সেন্টারে  রমরমিয়ে চলছিল মধুচক্র, গোপন সূত্রে হানা দিয়ে বাংলা সিরিয়ালের এক অভিনেতা-সহ মোট ১৬ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স । দু’জায়গা থেকেই বেশ কয়েকজন তরুণীকে উদ্ধার করা হয়েছে বলে খবর। এসটিএফ জানিয়েছে, গোপন সূত্রে এই স্পা সেন্টারের আড়ালে যে মধুচক্র চলছে সে খবর অনেক আগে থেকেই ছিল তাদের কাছে। বেশ কয়েকদিন ধরেই ওই স্পা পার্লারের উপর নজর রাখছিলেন এসটিএফ অফিসাররা। শনিবার গভীর রাতে সেখানে হানা দিয়েই ১৬ জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। পুলিশ সূত্রে খবর, ক্রেতা হিসেবেই সেখানে এসেছিলেন ধৃত টেলি অভিনেতা।

জানা গিয়েছে, গতকাল রাতে টালিগঞ্জ ও তালতলা থানা এলাকায় দুটি স্পা সেন্টারে যৌথ ভাবে অভিযান চালায় কলকাতা পুলিসের এসটিএফ ও গোয়েন্দা বিভাগ। রাসবিহারী অ্যাভিনিউ ও রফি আহমেদ কিদওয়াই রোডের ওই স্পা দুটিতে মধুচক্র চলছে এ খবর আগেই জানত পুলিশ। প্রথমে হানা দেওয়া হয় রাসবিহারী অ্যাভিনিউয়ের স্পা সেন্টারে। সেখানে থেকেই গ্রেফতার হন ওই টেলিভশন অভিনেতা।খদ্দের-সহ মোট ১১ জনকে এখান থেকে গ্রেফতার করা হয়েছে।

Related Articles

Back to top button
Close