fbpx
অন্যান্য খেলাখেলাগুরুত্বপূর্ণদেশবিজ্ঞান-প্রযুক্তিহেডলাইন

৮ লিটার অক্সিজেন বহনে সক্ষম, অ্যাথলিটদের জন্য বিশেষ মাস্ক আনল IOA

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনা পরবর্তী পরিরিস্থিতিতে ফের খেলার মাঠ সচল করতে নয়া পরিকল্পনা ভারতীয় অলিম্পিক সংস্থার। এবার মাস্ক পরেই দৌড়বেন অ্যাথলিটরা। করবেন অনুশীলনও! অ্যাথলিটদের জন্য ব্যাটারি চালিত বিশেষ ডিজাইনের মাস্ক আনা হচ্ছে। যা পরেও প্র্যাকটিস করা যাবে।
এন ৯৫ ফিল্টারের এই বিশেষ মাস্কে থাকবে অনেকগুলি ফ্যান। যা ব্যাটারির মাধ্যমে চলবে। যাতে শ্বাস–প্রশ্বাসে কোনও সমস্যা না হয়। বায়ুসেনার জওয়ানরাও এই ধরনের মাস্কই ব্যবহার করে থাকেন। বিশেষ এই ডিজাইনের মাস্ক বানিয়েছেন আইআইটির প্রাক্তনী পীযূষ আগরওয়াল ও তাঁর টিম।

প্রথমে পরীক্ষামূলকভাবেই অ্যাথলিটদের হাতে তুলে দেওয়া হবে মাস্কগুলি। তাঁরা সেগুলি পরে প্র্যাকটিস করে যদি দেখেন কোনও অসুবিধা হচ্ছে না, তখনই অলিম্পিকে অংশ নিতে চলা সমস্ত অ্যাথলিটদের তা দেওয়া হবে। ট্রায়ালের জন্য আপাতত ২০টি মাস্ক তৈরি করা হচ্ছে। আগামী ২ নভেম্বর তা অ্যাথলিটদের দেওয়া হবে। এক নজরে দেখে নেওয়া যাক এই মাস্কের কি কি বৈশিষ্ট্য রয়েছে: 

১. সাধারণ পরিস্থিতিতে ৮ লিটার পর্যন্ত অক্সিজেন নিতে পারে এই মাস্ক।
২. ৮৫০০ আরএমপি গতিযুক্ত ফ্যান রয়েছে এতে। যা নিঃশব্দে চলে।
৩. মাস্কটি একাধিকবার ব্যবহার করা যায়।
৪. ব্যাটারি রিচার্জ করে নিলেই মাস্ক দীর্ঘক্ষণ পরে থাকা যায়।
৫. করোনা ভাইরাসকে ঠেকাতে এন ৯৫ মাস্কের মতোই কার্যকরী এই মাস্ক।

Related Articles

Back to top button
Close