কালীপুজোর রাতে দক্ষিণেশ্বর যাওয়ার জন্য বিশেষ মেট্রো, ঘোষণা রেলের

নিজস্ব প্রতিনিধি: কালীপুজোর রাতে দক্ষিণেশ্বর যাওয়ার জন্য বিশেষ মেট্রো চালানোর কথা ঘোষণা করল কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার শ্যামাপুজো। সেই উপলক্ষে প্রচুর মানুষ কালীঘাট এবং দক্ষিণেশ্বরে যেতে চান দেবী দর্শনের জন্য। এই দুটি স্থানে প্রতিবছরই ব্যাপক ভিড় হয়। তবে উত্তর ও দক্ষিণ কলকাতা থেকে সরাসরি কালীঘাটে আসার ব্যবস্থা থাকলেও রাতে দক্ষিণেশ্বরে পৌঁছনোর ব্যবস্থা তেমন ভাল নয়। সে কথা মাথায় রেখে ওইদিন রাতে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত একটি অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
এ প্রসঙ্গে মেট্রো রেলের এক আধিকারিক জানিয়েছেন, কালীপুজোর কথা মাথায় রেখেই বিশেষ মেট্রোটি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী বৃহস্পতিবার রাত দশটায় কবি সুভাষ থেকে একটি বিশেষ মেট্রো যাবে দক্ষিণেশ্বরের দিকে। ওই বিশেষ মেট্রোটি দক্ষিণেশ্বরে পৌঁছবে ১১টা বেজে ৩ মিনিটে। যদিও, অন্যান্য সাধারণ দিনের তুলনায় সেদিন কম মেট্রো চলবে বলে জানানো হয়েছে। ২৬৬টির বদলে ওইদিন ২১৫টি মেট্রো চলবে। আপে ১০৮টি, আর ডাউনে ১০৭টি মেট্রো চালানো হবে।