স্বজনভূমির জন্মদিনে বিশেষ অনুষ্ঠান শিলবেড়িয়া ইটভাটায়

শ্যামল কান্তি বিশ্বাস, রানাঘাট: কোভিড-১৯ নদীয়া জেলা ত্রাণ সমন্বয় কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ স্বেচ্ছাসেবী সংগঠন “স্বজনভূমি”-র বুধবার প্রতিষ্ঠা দিবস। দিনটিকে স্মরণীয় করে রাখতে, করোনা আবহে সামাজিক দূরত্ব বজায় রেখে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে কর্তৃপক্ষ। হাঁসখালি থানা এলাকার শিলবেড়িয়া ইটভাটায় ইটভাটার শ্রমিক সহ তাদের পরিবার বর্গ নিয়ে সারা দিনের বিভিন্ন কর্মসূচি রূপায়নের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। দেড় শতাধিক শ্রমিক, কর্মচারী সহ আয়োজক সংগঠনের সদস্য সদস্যা দের উপস্থিতিতে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সুনামধন্য সংগীত শিল্পী প্রলয় শীল। স্বাগত ভাষণ দেন, সংস্থার কর্নধার দিলীপ সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানীয় অতিথির আসন অলংকৃত করেন হাঁসখালি ব্লক স্বাস্থ্য আধিকারীক তথা বগুলা গ্ৰামীন হাসপাতালের সুপার ডাঃ বীরেন মজুমদার। উদ্যোক্তাদের পক্ষ থেকে দুপুরে সকলের জন্য আহারের ব্যবস্থা আছে বলে জানিয়েছেন সংস্থার অন্যতম সদস্যা শ্রীমতি নিপা সরকার।
প্রসঙ্গত, নদীয়া জেলায় জনসেবামূলক কাজকর্মে স্বজনভূমির ভূমিকা অপরিসীম। মুমুর্ষ রোগীকে রক্তদান সহ করোনা আবহে কর্মহীনদের পাশে খাদ্য সামগ্রী সহ বিভিন্ন ভাবে সহযোগিতার হাত বাড়ানোয় উপকৃত হাঁসখালি ব্লকের অগনিত পরিবার। আমফান ঝড়ে ক্ষতিগ্রস্থ দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের বিস্তির্ণ অঞ্চলে খাদ্য,বস্ত্র সহ নিত্য ব্যবহার্য সামগ্রী সরবরাহ ও পরিষেবা প্রদানে যেভাবে এই প্রতিষ্ঠানটি ঝাঁপিয়ে পড়েছিল।