fbpx
গুরুত্বপূর্ণদেশপশ্চিমবঙ্গহেডলাইন

পুজোর মরশুমে দক্ষিণ পূর্ব রেলের উৎসব স্পেশাল

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উৎসবের মরশুমে যাত্রীভিড় সামাল দিতে ২১ অক্টোবর থেকে ১ ডিসেম্বরের মধ্যে হাওড়া- পুরী ও বারবিল- পুরী স্পেশাল ট্রেন চালাবে দক্ষিণ পূর্ব রেল। ০২৮৯৫/ ০২৮৯৬ হাওড়া- পুরী- হাওড়া সাপ্তাহিক সুপার ফাস্ট স্পেশাল ২৩ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত হাওড়া থেকে ও পুরী থেকে ২২ অক্টোবর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত চলবে। ট্রেনটি প্রতি বৃহস্পতিবার পুরী থেকে ও শুক্রবার হাওড়া থেকে ছাড়বে।
০৮৪১৫ বারবিল- পুরী স্পেশাল ২২ অক্টোবর থেকে ১ ডিসেম্বরের মধ্যে প্রতি মঙ্গল, বৃহস্পতি ও শনিবার বারবিল থেকে ছাড়বে। পুরী থেকে ০৮৪১৬ পুরী- বারবিল স্পেশাল ২১ অক্টোবর থেকে ৩০ নভেম্বরের মধ্যে প্রতি সোম,বুধ ও শুক্রবার ছাড়বে।

Related Articles

Back to top button
Close