fbpx
কলকাতাহেডলাইন

মেডিক্যাল কলেজের অধ্যক্ষের হঠাৎ ইস্তফা নিয়ে শুরু জল্পনা

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ ইস্তফা দিয়েছেন কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মঞ্জু বন্দ্যোপাধ্যায়ের। ইতিমধ্যেই এই ইস্তফা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ইস্তফার কারণ হিসাবে শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন তিনি। শরীর ভালো নয় বলেই এই পদে আর থাকতে চান না, এমনটাই দাবি করেছেন মঞ্জুদেবী। তবে ইতিমধ্যেই তাঁর এই আচমকা ইস্তফা দেওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

মঞ্জু বন্দ্যোপাধ্যায়ের জায়গায় কলকাতা মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হয়েছেন কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজে এখন যিনি অধ্যক্ষ পদে রয়েছেন সেই রঘুনাথ মিশ্র।

প্রসঙ্গত, সম্প্রতি হেরিটেজ রিজিওনাল ইনস্টিটিউট অব অফথ্যালমলজি বা আরআইও (RIO) ভবন ভেঙে ট্রমা কেয়ার তৈরি নিয়ে বিতর্ক তৈরি হয়। সেই বিতর্ক ঘিরে মঞ্জু বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য ভবনের সঙ্গে মতান্তরও হয়। ইস্তফা দেওয়ার মধ্যেই অনেকেই এটিকে কারণ বলে মনে করছেন।

উল্লেখ্য, মঞ্জু বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই অবসর নিয়েছেন। অবসর গ্রহণের পরে তাঁকে পুনর্নিয়োগ করা হয়। ২০২২ সালের জুন মাস অবধি সেই কাজের মেয়াদও ছিল। তার এতটা আগেই কেন মঞ্জু বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা দিলেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

 

Related Articles

Back to top button
Close