fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

ওরা কোথায় ছিলেন? RAW এর অপারেশনে দিল্লিতে আটক দুই ISI এজেন্ট

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিন ধরেই  তাঁরা কাজ করছিলেন দিল্লির পাকিস্তানি হাইকমিশনে। স্বাভাবিক কূটনীতিকের মতন যুক্ত ছিলেন কাজে কিন্তু এবার সেই দুই কূটনীতিক আদতে আইএসআইয়ের গুপ্তচর হিসে কাজ করছিলেন। ভারতীয় গুপ্তচর সংস্থা র বহুদিন ধরেই তাদের ওপর নজর রেখে চলছিল। রবিবার সেই দুই কূটনীতিক কে গ্রেফতার করল দিল্লি পুলিশ। কূটনীতিকের নাম জানা না গেলেও ইতিমধ্যেই তাকে দিল্লির পাক হাইকমিশন থেকে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে ভারত সরকার। হ্যাঁ তবে সেই নির্দেশ মেনে পাকিস্তান কবে এই কূটনীতিককে নিজের দেশে ফেরায় সেটাই দেখার।

একদিকে যখন কাশ্মীর সমস্যা পাক সীমান্তে উত্তেজনা যেমন বাড়ছে পূর্বের লাদাখ সীমান্তে চীনের সাথে সম্প্রতিক বিবাদে জড়িয়েছে ভারত। এই পরিপ্রেক্ষিতে দিল্লিতে এই 25 গুপ্তচরের ধরা পড়া ভারত পাক সম্পর্কে কোন দিকে মোড় নেয় সেটাই দেখার।

Related Articles

Back to top button
Close