২০২১ হচ্ছে না বিশ্বকাপ ফুটবল, জুনিয়র মহিলা ফুটবলারদের সান্ত্বনা দিলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি: আগামী বছর ভারতে অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপ ফুটবলের আসর অনুষ্ঠিত হবে না। এর ফলে কিছু ফুটবলার খুব হতাশ হয়ে গেছেন। এই ফুটবলাররা বিশ্বকাপে খেলার জন্য দীর্ঘদিন ধরে তৈরি হয়েছিলেন। কিন্তু পরবর্তী বিশ্বকাপ আসরটি বসবে ২০২২ সালে। তাই বয়স পেরিয়ে যাওয়া মহিলা ফুটবলারদের অনলাইনে সান্ত্বনা দিলেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী কিরেন রিজিজু। তিনি এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি প্রফুল প্যাটেল এই ওয়েবিনারে অংশগ্রহণ করেন।
তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে মহিলা ফুটবলারদের বলেন, আগামীতে তাদের সামনে আরও অনেক সুযোগ আসছে। তারা যেন ভাল ফুটবল উপহার দিয়ে অনূর্ধ্ব ২০ বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করে নেন, সেই উৎসাহ দিয়েছেন ক্রীড়ামন্ত্রী। তারা চেষ্টা করলে ভারতের মহিলা ফুটবলকে অন্য উচ্চতায় পৌঁছে দিতে পারবেন বলেও মন্তব্য করলেন ক্রীড়ামন্ত্রী রিজিজু।
অনূর্ধ্ব ১৭ ভারতের মহিলা ফুটবল দলের অধিনায়ক শিলকি দেবী জানালেন, তার সঙ্গীরা অনূর্ধ্ব ২০ বিশ্বকাপে কোয়ালিফাই করার ব্যাপারে অত্যন্ত আশাবাদী। আগামী দিনগুলিতে সাফল্যের সঙ্গে সেটা করার লক্ষ্যে তারা মাঠে নামবেন।