বিএসএফের গুলিতে নিহত ২ মাদকপাচারকারী

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: রাজস্থানে বিএসএফের গুলিতে নিহত হল ২ চোরাচালানকারী। বুধবার প্রশাসনের তরফে জানানো হয়েছে যে, মঙ্গলবার রাতে রাজস্থানের শ্রীগঙ্গানগর এলাকার সীমান্ত থেকে এই ২ চোরাচালানকারিকে গুলি করা হয়। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র। নিহত এক ব্যক্তির নাম শাহবাজ আলি। এলাকা জুড়ে শুরু হয়েছে তল্লাশি অভিযান।
বিএসএফের এক আধিকারিক জানিয়েছেন, গোপন সূত্রে খবর ছিল যে শ্রীগঙ্গানগরের খায়ালিওয়ালায় সীমান্তে মাদক-পাচার হবে। এরপর তৎপর হয়ে ওঠে বিএসএফ জওয়ানরা। এরপরেই এই দুই মাদক পাচারকারীকে গুলি করা হয়। কারণ বিএসএফ মাদক পাচারকারিদের বাধা দিলে তাঁরা সেই কথা শোনেনি। পাচারকারিদের কাছে অস্ত্র ছিল, সেইকারণে গুলি চালাতে বাধ্য হয় বিএসএফ জওয়ানরা।
[আরও পড়ুন- বউবাজারে বিপজ্জনক বাড়ি ভেঙে মৃত ১]
এক বিএসএফ অফিসার জানিয়েছেন, তল্লাশি চালিয়ে দুটি পিস্তল, গোলাবারুদ, আট প্যাকেট মাদক, নাইট ভিশন ডিভাইস এবং পাকিস্তানি মুদ্রায় ১৩ হাজার টাকা পাওয়া গিয়েছে।
এর আগে পঞ্জাবের তরন তারন জেলার একটি গ্রামে পাকিস্তানের সীমান্ত পার হয়ে ভারতে ঢোকার চেষ্টা করেছিল পাচারকারীরা। সেই সময় বিএসএফের গুলিতে পাঁচ জন নিহত হয়েছিল।