তীব্র অর্থনৈতিক সংকটে শ্রীলঙ্কা, জ্বালানি সংগ্রহ করতে আসা বিক্ষুব্ধদের গুলি সেনাদের

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: এখনও তীব্র অর্থনৈতিক সংকটে জ্বলছে শ্রীলঙ্কা। ঘটনা ক্রমে হিংসাত্মক চেহারা নিচ্ছে। অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কার সেনারা জ্বালানি সংগ্রহে আসা বিক্ষুব্ধ গাড়িচালকদের দিকে গুলি ছুড়েছে। এতে চারজন আহত হয়েছে। পেট্রল ও ডিজেল সংগ্রহের জন্য পেট্রল পাম্পগুলোতে নজিরবিহীন সারির মধ্যে এ ঘটনা ঘটে।
ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকটের সঙ্গে লড়াইরত শ্রীলঙ্কায় গণবিক্ষোভ প্রশমনে এটাই সেনাদের প্রথমবারের মতো গুলি করার ঘটনা।
সেনাবাহিনীর মুখপাত্র নীলান্থা প্রেমারত্নে বলেন, রাজধানী কলম্বো থেকে ৩৬৫ কিলোমিটার উত্তরে ভিসুভামাদু নামের একটি জায়গায় শনিবার রাতে সতর্কীকরণ গুলির ঘটনা ঘটে। তিনি বলেন, ‘২০ থেকে ৩০ জনের একটি দল পাথর ছুড়ে সেনাদের একটি ট্রাকের ক্ষতি করে। ’ পাম্পে পেট্রল শেষ হয়ে যাওয়ার পর বেশ কয়েকজন গাড়িচালক বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে গাড়িচালকরা পাথর ছুড়লে কয়েকজন সেনা আহত ও তাঁদের ট্রাকের ক্ষতি হয়। তখন সেনারা গুলি করে।
১৯৪৮ সালে স্বাধীনতার পর সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। দেশটিতে কয়েক মাস ধরে জ্বালানি, খাদ্য, ওষুধ ও অন্যান্য নিত্যপণ্যের সংকট চলছে। অব্যাহত জ্বালানি সংকটের মধ্যে সরকার পেট্রল পাম্পগুলোতে পুলিশ ও সেনা মোতায়েন করেছে। শ্রীলঙ্কা সরকার কয়েক দিন আগে দুই সপ্তাহের জন্য সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও স্কুল বন্ধ করে দেয়।