সড়কপথে যুক্ত হবে শ্রীনগর-লেহ, শুরু হল জোজিলা টানেলের কাজ

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: অটল টানেলের পর এবার জোজিলা টানেল। বৃহস্পতিবার অর্থাৎ আজ থেকে শুরু হচ্ছে জোজিলা টানেলের নির্মাণ কাজ।
জানা গিয়েছে, এর মাধ্যমে যুক্ত হবে জম্মু কাশ্মীরের শ্রীনগর থেকে লেহ। ফলে সীমান্তে পৌঁছনো আরও সহজ হয়ে যাবে সেনার কাছে। এই নির্মাণ কাজের উদ্বোধন করবেন সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গডকরি। এক নম্বর জাতীয় সড়কের ওপর এই টানেল তৈরি হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: জন্ম শতবর্ষে রাষ্ট্রঋষি দত্তপন্তে ঠেঙড়ি
Virtually initiating the ‘First Blast’ of Zojila Tunnel project on NH-1. #PragatiKaHighway https://t.co/VsWQxClP4k
— Nitin Gadkari (@nitin_gadkari) October 15, 2020
১৪.৫ কিমি লম্বা এই জোজিলা টানেল তৈরির আগে জোজিলা পাস দিয়ে যে রাস্তা রয়েছে, সেই রাস্তা যাতায়াতের যোগ্য মাত্র বছরে ছয় মাস। কিন্তু টানেল তৈরি হলে তা সারাবছর ব্যবহার করা যাবে। এর মাধ্যমে শ্রীনগরের সঙ্গে লেহ যুক্ত হবে। এর মাঝে পড়বে দ্রাস ও কার্গিল। আপাতত এই রাস্তা অত্যন্ত বিপদসঙ্কুল ও যাতায়াতের প্রায় অযোগ্য।