
যুগশঙ্খ, ওয়েবডেস্ক: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় দুই প্রাক্তন উপদেষ্টাকে গ্রেফতার করল সিবিআই। সিবিআইয়ের এই প্রথম গ্রেফতার। এসএসসি উপদেষ্টা কমিটির প্রাক্তন আহ্বায়ক শান্তিপ্রসাদ সিনহা ও প্রাক্তন চেয়ারম্যান অশোক সাহাকে গ্রেফতার করা হয়েছে। চার বার জিজ্ঞাসাবাদের পর এই দুজনকে গ্রেফতার করা হয়। সিবিআই সূত্রে খবর, সিবিআইয়ের এফআইআরে এক নম্বরে নাম রয়েছে শান্তিপ্রসাদ সিনহার চার নম্বরে অশোক সাহা। দফায় দফায় জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করা হয় দু’জনকে। এ বার নিজেদের হেফাজতে নিয়ে তাঁদের আরও জিজ্ঞাসাবাদ করবেন সিবিআই গোয়েন্দারা।
হাইকোর্ট নিযুক্ত বাগ কমিটির রিপোর্টে নাম ছিল এই দুই প্রাক্তন কর্তার। অভিযোগ, মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিযুক্ত করা হয়েছিল। উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে দুই কর্তারও ভূমিকা ছিল এর পিছনে। তাঁদের বাড়িতে গিয়ে একাধিক বার তল্লাশি চালায় সিবিআই। তাঁদের আয়-ব্যয়ের হিসেব থেকে শুরু করে আরও বিভিন্ন নথি হাতে এসেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের হাতে। তদন্তকারী অফিসারদের বিভ্রান্ত করারও অভিযোগ উঠেছে।