
- যুগশঙ্খ, ওয়েবডেস্ক: রাজ্যের যেকোনও আইনি বিচারের সাধারণ মানুষকে হাই কোর্টের ওপরে আস্থা রাখার কথা বললেও নিজে আর হাই কোর্টের ওপর আস্থা রাখতে পারলেন না রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন পার্থ। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা দায়ের করলেন রাজ্যের মন্ত্রী।
গতকালই তাকে এসএসসি দুর্নীতি মামলায় ডেকে পাঠায় হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে সন্ধ্যা ৬ টার মধ্যে নিজাম প্যালেসে হাজিরা দিতে ডেকে পাঠান। এদিকে তলব পেয়ে রক্ষাকবচের আবেদন নিয়ে হাইকোর্টে হাইকোর্টে চলে যান শিক্ষামন্ত্রী। কিন্তু আদালত তার সেই আবেদন খারিজ করে দেয়। গতকালই তাকে সিবিআইয়ের জেরার মুখে পড়তে হয়। প্রায় চার ঘন্টা জেরা করা হয় তাকে। বেশিরভাগ প্রশ্ন ‘জানি না’, ‘মনে নেই’ বলে এড়িয়ে যান।
গতকাল পদ্ধতিগত ত্রুটির জন্য শিক্ষামন্ত্রীর হাইকোর্টে রক্ষাকবচের আবেদন খারিজ হয়ে যায়। তবে আজ তিনি সেই পদ্ধতিগত ত্রুটি দূর করে হাইকোর্টে আবেদন করেন। এদিকে সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সেই মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত। সেই অনুযায়ী বিচারপতি সুব্রত তালুকদারের বেঞ্চে শুক্রবার শুনানি হওয়ার কথা।