পাক ভিসা পেতে হুড়োহুড়ি! পদপৃষ্ট হয়ে আফগানিস্তানে মৃত ১৫

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের ভিসা নিতে গিয়েমর্মান্তিক দুর্ঘটনায় বলি ১৫। ঘটনাটি ঘটে আফগানিস্তানের জালালাবাদে অবস্থিত পাক কনস্যুলেটেে।
জানা গিয়েছে, পাকিস্তানের কনসুলেটের সামনে ভিসার জন্য জড়ো হয়েছিলেন হাজার হাজার মানুষ। সেখানেই পদপিষ্ট হয়ে মারা গেলেন ১৫ জন আফগান। তাঁদের মধ্যে ১১ জন মহিলা। আফগানিস্তানের জালালাবাদের ঘটনা।
এই ঘটনায় আহত হয়েছেন বহু মানুষ।
বেশিরভাগই প্রবীণ নাগরিক। শিশুও রয়েছে। জানা গেছে, মঙ্গলবার জালালাবাদের পাক কনসুলেটের কাছে জড়ো হয়েছিলেন অন্তত তিন হাজার মানুষ। পাকিস্তানে যাওয়ার ভিসার আবেদনের জন্য টোকেন প্রয়োজন। সেই টোকেন সংগ্রহ করতেই সেখানে জড়ো হয়েছিলেন অত মানুষ। জানালেন পূর্ব জালালাবাদের কাউন্সিল মেম্বার সোহরাব কাদেরি।
তবে এই ঘটনা নিয়ে মুখ খোলেনি পাকিস্তান কনস্যুলেট। গোটা বিষয়টি দায় চাপিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসনের ওপর।