বিবেকানন্দের মূর্তির সামনে দাঁড়িয়ে ৫০ জন যুবক বিজেপিতে যোগদান করলেন কোলাঘাটে

বাবলু ব্যানার্জি, কোলাঘাট: পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকে বিজেপির পতাকা তলে এসে দাঁড়ালেন ৫০ জন যুবক। সোমবার কোলাঘাট মন্ডল ৩ নম্বর পার্টি অফিসে ঘটা করেই কোলাঘাট ব্লকের পুলশিটা অঞ্চলের প্রায় ৫০ জন তরুণ যুবক পতাকা তলে এসে দাঁড়িয়ে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আদর্শ পুরুষ, ওনাকে দেখে এবং আদর্শকে সামনে রেখে আজ আমরা বিজেপির পতাকা হাতে তুলে নিলাম। বিবেকানন্দের মূর্তির সামনে দাঁড়িয়ে শপথ নিলাম শাসক দল তৃণমূল কংগ্রেসের কাজের স্বচ্ছতা ফিরিয়ে আনা না পর্যন্ত আমরা লড়াইয়ের সঙ্গী হলাম বিজেপির সঙ্গে।
উল্লেখ করা যায়, বেশ কয়েক বছর ধরেই পুলশিটা অঞ্চল তৃণমূল শাসন করে আসছে। প্রতিবাদের কণ্ঠরোধ করার জন্য শাসকদল নানা পন্থা অনুসরণ করলেও বিবেকানন্দের মূর্তির সামনে দাঁড়িয়ে শপথ নিলাম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে আমরা আছি। কোলাঘাট পার্টি অফিসে যোগদানের সময় উপস্থিত ছিলেন বিজেপি নেতৃত্বদের মধ্যে মন্ডল সভাপতি বিবেক চক্রবর্তী, সোমনাথ মান্না, শান্তনু মাইতি, বিশু দাস, ও মদন মন্ডল।
কোলাঘাট মন্ডল ৩-এর সভাপতি বিবেক চক্রবর্তী এক সাক্ষাৎকারে জানান, ২১ সালের নির্বাচন যত এগিয়ে আসবে দলবদলের হিড়িক তত লক্ষ্য করা যাবে। শাসক দল থেকে সাধারণ মানুষ জন বেরিয়ে এসে বিজেপির আদর্শ, নীতি, নিষ্ঠার কাছে শামিল হবে বলে শ্রী চক্রবর্তী আশা প্রকাশ করেন। অন্যদিকে পুলশিটা অঞ্চলের তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে কারা দলবদল করল জানা নেই। তবে যাই করুক না কেন এতে দলের কোনও ক্ষতি হবে না, মমতা ব্যানার্জির আদর্শে যেমন কাজ হচ্ছে তেমনি হয়ে যাবে।