fbpx
কলকাতাবিনোদনহেডলাইন

টেলিভিশনের পর্দায় ফের বিনোদনের সম্ভার নিয়ে হাজির হচ্ছে স্টার জলসা ‘সুপার স্টার পরিবার সেশন-২’

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বিনোদন জগতের অফুরন্ত সম্ভার সাজিয়ে দর্শকদের উপহার দিতে ফের টিভির পর্দায় হাজির হচ্ছে স্টার জলসা। শুরু হচ্ছে স্টার জলসা ‘সুপার স্টার পরিবার সেশন-২’। গত ২৫ জুলাই টলিউডের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের অ্যাঙ্কারিংয়ের মাধ্যমে এক সুন্দর মনোরঞ্জনের অনুষ্ঠান উপহার দিয়েছিল স্টার জলসা। এবার ফের নতুনত্বের ডালি সাজিয়ে আগামী ৩০ নভেম্বর দুপুর ২টোয় ফের দর্শকদের সামনে উপস্থিত হচ্ছে স্টার জলসা সুপার স্টার পরিবার সেশন-২। থাকছে মজা, আনন্দ, ফূর্তির এক অফুরন্ত সম্ভার। আর এবারেও অ্যাঙ্কারিংয়ে দর্শকদের সামনে থাকছেন সকলের প্রিয় নায়িকা শ্রাবন্তী।

স্টার জলসা পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে প্রথম শো-তে মানুষের কাছ থেকে অফুরন্ত ভালোবাসা ও সাপোর্ট পাওয়ার পর আবার আরও মজা, মনোরঞ্জন, নতুনত্বের উপহার দর্শকদের কাছে পৌঁছে দিতে তৈরি তারা। নতুন ফরম্যাটে আসছে এই বিনোদনমূলক অনুষ্ঠান। যা অবশ্যই দর্শকদের ভালো লাগবে।

স্টার জলসা মানেই পরিবার। তাই সুখে, দুঃখে মানুষের সঙ্গে আছে তারা। পরিবারের মুখে হাসি ফোটাতে এই সেশনেও রাখা হয়েছে ইউনিক প্রোগ্রাম। প্রত্যেক পরিবারের থেকেই তিনজন অংশগ্রহণ করতে পারবে। প্রধান প্রতিযোগী হবে পরিবারের মহিলাকর্ত্রী।

মজা, উত্তেজনা, ফূর্তি, মিউজিক, সাধারণ জ্ঞান থাকছে। সর্বোচ্চ নম্বর অধিকারীরাই ‘সুপার স্টার পরিবার’ বিজেতা হবে। নারী যে পরিবারের সর্বময় কর্ত্রী হয়ে সমস্ত কাজ নিখুঁতভাবে সম্পন্ন করেন সেই দক্ষতার কথাই এখানে নানা তুলে ধরা হবে।

কাজেই, আর দেরি নয়, স্টার জলসা, ‘সুপার স্টার পরিবার সেশন-২’ এর ব্যানারে ডবল আনন্দ পেতে টিভির পর্দায় চোখ রাখতে হবে ৩০ নভেম্বর ২টোয়।

Related Articles

Back to top button
Close