fbpx
কলকাতাশিক্ষা-কর্মজীবনহেডলাইন

উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি শুরু

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : উচ্চ শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে এবার থেকে পাওয়া যাবে প্রশ্ন ও উত্তর। এমনটাই জানিয়েছেন উচ্চশিক্ষা সংসদের সভানেত্রী মহুয়া দাস। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে তিনি বলেন  করোনার আবহে পরীক্ষার্থীদের সুবিধার কথা ভেবে এবার থেকে উচ্চ শিক্ষা সংসদের অফিশিয়াল ওয়েবসাইটে প্রশ্ন ও উত্তর দেওয়া থাকবে।
যেহেতু করোনা আবহে স্কুলের পঠন-পাঠন ব্যবস্থা সম্ভব নয়। তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে থাকবে একটি হেল্পলাইন নম্বর। যেখানে আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যে কোন সাহায্যের জন্য ফোন করতে পারবেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলোর প্রশ্ন-উত্তর আপলোড করে দেয়া হবে। এরফলে পড়ুয়াদের বুঝতে সুবিধা হবে ক্লাস না হলেও।
এদিকে এক সূত্র মারফত জানা গিয়েছে শুক্রবার দুপুর তিনটে প্রকাশিত হবে আইসি এস ই ও আই এস সি পরীক্ষার ফল।

Related Articles

Back to top button
Close