সোমবার থেকে শুরু মাধ্যমিক, এই জেলাগুলিতে রাখা হবে ইন্টারনেট

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ সোমবার থেকেই রাজ্যে শুরু হচ্ছে মাধ্যমিক। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হতে চলছে মাধ্যমিক পরীক্ষা। রাজ্যে অনেকটাই নিয়ন্ত্রণে করোনা পরিস্থিতি। ফলে একবছর পর আবারও অফলাইন পরীক্ষার হলে মাধ্যমিক পরীক্ষার্থীরা। শেষবার অর্থাৎ ২০২০ সালের মাধ্যমিকে ফাঁস হয়েছিল প্রায় প্রতিটি প্রশ্নপত্রই। সেই কারণেই এবার প্রশ্নপত্র ফাঁস রুখতে তৎপর রাজ্য সরকার। পরীক্ষার সময় রাজ্যের বেশ কিছু এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে রাখা হবে।
এবার রাজ্যের বেশ কিছু এলাকাকে চিহ্নিত করা হয়েছে স্পর্শকাতর এলাকা হিসেবেই। এই সমস্ত এলাকায় পরীক্ষার দিনগুলিতে সকাল ১১ টা থেকে বিকেল ৩:১৫ অবধি বন্ধ রাখা হবে ইন্টারনেট পরিষেবা। ইন্টারনেট বন্ধ থাকবে মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, বীরভূম এবং দার্জিলিং জেলায়। এই এলাকা গুলিতে ওই সময় ইন্টারনেট বন্ধ থাকবে ৭,৮,৯,১১,১২,১৪,১৫,১৬ মার্চ তারিখে। তবে কোনও রকম বিধিনিষেধ থাকছে না ফোন কল এবং এসএমএস উপর। ৭ মার্চ থেকে শুরু হচ্ছে ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলবে ১৬ মার্চ পর্যন্ত। ৭ মার্চ বাংলা পরীক্ষা। ৮ মার্চ ইংরেজি। ৯ মার্চ ভূগোল। ১১ মার্চ ইতিহাস। ১২ মার্চ জীবনবিজ্ঞান। ১৪ মার্চ অঙ্ক। ১৫ মার্চ ভৌত বিজ্ঞান। ১৬ মার্চ ঐচ্ছিক বিষয়।
সোমবার সকাল ১১টা ৪৫ থেকে পরীক্ষা শুরু হবে। পরীক্ষার্থীরা প্রশ্নপত্র পড়ার জন্য ১৫ মিনিট সময় পাবেন। ১২টা থেকে শুরু হবে উত্তর লেখা। পরীক্ষা চলবে বেলা ৩টে পর্যন্ত।
মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলেন, ‘এবার ১৪৩৫টি মূল পরীক্ষাকেন্দ্র বা সেন্টার থাকছে। এছাড়াও আরও সাব ভেন্যু থাকছে ২ হাজার ৭৫৯টি। সবমিলিয়ে মোট ৪ হাজার ১৫৪টি কেন্দ্রে এবার পরীক্ষা হবে। এবার মোট পরীক্ষার্থী ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। এর মধ্যে ৫ লক্ষ ৫৯ জন ছাত্র। ছাত্রী সংখ্যা ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন। ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা এবার অনেক বেশি।‘