আজ থেকে শুরু গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া, বাঙালির পাতে রুপালি ইলিশ আর কয়েক দিনের অপেক্ষা

বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগনা: আজ থেকে নিষেধাজ্ঞা উঠল গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া ট্রলার দের উপর থেকে। ডায়মন্ড হারবার মৎস্য দপ্তর সূত্রের খবর, একদিকে করোনা অন্যদিকে আমফানের দাপটে বিপর্যস্ত সুন্দরবন এলাকাজুড়ে যেমন পাথরপ্রতিমা, নামখানা, ফ্রেজারগঞ্জ ,সাগর ,ডায়মন্ড হারবার ,দক্ষিণ ২৪ পরগনা বিস্তীর্ণ এলাকায় প্রায় কয়েক লক্ষ মৎস্যজীবীদের বাস। অবশ্য করোনা জেরে দীর্ঘদিন বন্ধ হয়ে পড়েছিল সমুদ্রে মাছ ধরার কাজ। এমনি কি মাছের প্রজন্মের জন্য সরকারিভাবে গভীর সমুদ্র মাছ ধরা নিষেধ ছিল। ১৪ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত আর এই মেয়াদ শেষ হয়েছে রবিবার। আর সরকারি নির্দেশে রীতিমতো মিলেছে মৎস্যজীবীরা সব বাধা কাটিয়ে আজ থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে পারি দিয়েছে, প্রায় পাঁচ হাজার ট্রলার। অন্যদিকে করোনা আবহাওয়া নির্দিষ্ট নিয়ম বিধি মেনে চলার জন্য মৎস্যজীবীদের সতর্ক করেন ডায়মন্ডহারবার সহ মৎস্য অধিকর্তারা।