
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: সোমবার পুজোর আগে শেষ মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি, পুজোর আগেই সারা রাজ্যে কোভিড শয্যার সংখ্যা এক হাজারের বেশি বাড়ানো হবে বলেই জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। পুজোর আগে রাজ্যে কমছে কোভিড টেস্টের খরচ। আজ, সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পরে সিদ্ধান্ত ঘোষণা করার সময়ে এ কথা ঘোষণা করেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, রাজ্যে কোভিড টেস্টের খরচ ২২৫০ টাকা থেকে কমে হচ্ছে ১৫০০ টাকা।
প্রসঙ্গত উল্লেখ্য, দিন কয়েক আগেই রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে নোটিস প্রকাশ করা হয়েছিল, কোভিড টেস্টের খরচ ২২৫০ টাকা থেকে কমে ১২০১ টাকা করা হয়েছে। যদিও এ বিষয়টি জানাজানি হওয়ার পরেই সেই নোটিস বাতিল করে দেয় স্বাস্থ্য দফতর। এর কারণ কী, তা স্পষ্ট হয়নি। আজ মন্ত্রিসভার বৈঠকের পরে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই এই ঘোষণা করেন আলাপন বন্দ্যোপাধ্যায়।
গত মাসের ২৮ তারিখে (HM/0/MERT/923/SS(ME)/38/2020 নম্বরের একটি নোটিস প্রকাশিত হয় রাজ্য সরকারের তরফে। তাতে দেখা যায়, আরটি-পিসিআর পদ্ধতিতে কোভিড টেস্টের খরচ কমিয়ে ২২৫০ থেকে প্রায় অর্ধেক করে ১২০১ টাকায় বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর। এর পরেই ১ অক্টোবর সন্ধেয় আবারও নোটিস (HM/0/MERT/SPSRC/121/SS(ME)/38/2020) দিয়ে জানানো হল, আগের টাকা কমানোর নোটিসটি আপাতত বাতিল।
এদিন মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যসচিব জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যে কোভিড পরীক্ষার খরচ ২২৫০ টাকা থেকে কমিয়ে ১৫০০ টাকা করা হল। এতে সাধারণ মানুষের অনেকটাই ভার লাঘব হবে। তবে সরকারি জায়গায় বিনামূল্যেই এই কোভিড পরীক্ষা করানো যায়। এছাড়াও, বেসরকারি ক্ষেত্রে অ্যাম্বুলেন্সের ভাড়াও কমানোর নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে। যদিও সরকারি ক্ষেত্রে এর জন্য কোনও ভাড়া নেওয়া হয় না বলেই জানিয়েছেন মুখ্যসচিব।
আরও পড়ুন: লোকাল ট্রেন চালুর দাবিতে সরব মানবাধিকার সংগঠন
একইসঙ্গে তিনি জানান, ক্রমশ কোভিড রোগীর সংখ্যা বাড়তে থাকায় সেই মতো পদক্ষেপ করছে রাজ্য সরকার। রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে পুজোর আগেই রাজ্যের বিভিন্ন কোভিড হাসপাতালে প্রায় ১,১০০ শয্যা বাড়ানো হবে। এর মধ্যে ৬০০ আইসিইউ বেড বাড়ছে করোনা হাসপাতালে এবং সাধারণ বেড বাড়ছে প্রায় ৫০০ টির মতো। এই শয্যা বৃদ্ধি পুজোর আগেই হয়ে যাবে বলেই জানিয়েছেন মুখ্যসচিব।
শেষমেশ আজ, সোমবার রেট কমল কোভিড টেস্টের। এই ঘোষণার পাশাপাশি এদিন নবান্নে আরও জানানো হয়, কোভিড বেড বাড়ানো হচ্ছে রাজ্যে। সেই সঙ্গে বেসরকারি অ্যাম্বুল্যান্সের রেট বেঁধে দেওয়ার ব্যাপারেও চলছে চিন্তা ভাবনা। পাড়ার ডাক্তারদের ক্ষেত্রে ক্রিনিক্যাস এস্ট্যাবলিশমেন্ট অ্যাক্টের বাইরেও যাতে তাঁরা চিকিত্সা দিতে পারেন, সে রকম কোনও নিয়ম করারও চিন্তা চলছে। পাশাপাশি, এদিন ঘোষণা করা হয়, রাজ্যের বিভিন্ন কোভিড হাসপাতাল ২৪৭৫ জন নার্স নিয়োগ হবে। সেই সঙ্গে বাতিল করা হয় জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সকলের পুজোর ছুটি। জানানো হয়েছে, নবান্নেও ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা থাকবে। জরুরি হেল্পলাইন নম্বর হল ১০৭০ (৪টে এক্সটেনশন), ২২১৪৩৫২৬ (৫টা এক্সটেনশন), ১৮০০৩১৩৪৪৪২২২।