আমফান বিপর্যয়ে রাজ্যকে সহযোগিতার হাত বাড়িয়ে দিল প্রদেশ কংগ্রেস
অভিষেক গঙ্গোপাধ্যায়, কলকাতা: করোনার পর আফফান বিপর্যয় মোকাবিলায় রাজ্যকে সহযোগিতার হাত বাড়িয়ে দিল প্রদেশ কংগ্রেস। এমনটাই জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় এ কথা স্বীকার করে নেন সোমেন। তিনি বলেন, ‘আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে আম্ফান বিপর্যয় মোকাবিলায় সহযোগিতা করতে চেয়ে চিঠি লিখেছি। আমি মুখ্যমন্ত্রীকে আশ্বাস দিলাম আমরা সংগঠিত ভাবে উদ্ধার ও ত্রাণ জনগণের কাছে পৌঁছাতে প্রতিটি পর্যায়ে আপনাকে সহায়তা এবং সহযোগিতা অব্যাহত রাখব। সেই সঙ্গে জেলা নেতৃত্ব দের রাজ্য সরকারকে পূর্ণাঙ্গ সহযোগিতা করার জন্য নির্দেশ দিয়েছি। ঘূর্ণিঝড় আম্ফানের কারণে চরম সংকটে এই সময় বাংলার সরকার।’
উল্লেখ্য ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডবে গত ২০ মে দুই ২৪ পরগনা সহ পূর্ব মেদিনীপুর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উপকূলবর্তী অঞ্চলে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানকার মানুষ ঝড়ের তাণ্ডবে সর্বস্ব হারিয়েছেন। তাই কেন্দ্র ও রাজ্যের পর এবার তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস।
এদিন সোমেন মিত্র মুখ্যমন্ত্রীকে চিঠিতে লেখেন, ‘ আমরা জানি এ সময় পরিস্থিতি সামাল দিতে আপনার মনে একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমি জানাতে চাই সাধারণ মানুষের স্বার্থে এ সময় ভারতীয় জাতীয় কংগ্রেস দল যেকোনও সাহায্যের জন্য আপনার পাশে আছে। যত দ্রুত সম্ভব ওদের উদ্ধার করতে হবে।’
একই সঙ্গে সোমেন অপর এক চিঠিতে জেলা নেতৃত্বদের দুর্গতদের পাশে থাকার নির্দেশ দেন। সেই সঙ্গে বিদ্ধস্ত এলাকা পরিদর্শন করে সামগ্রিক বিবরণ নেতৃত্বের কাছে পৌঁছাতে বলেন। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রকাশিত ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলিতে পরিদর্শন করার সময় প্রশাসনের আধিকারিকদের সহায়তা করার কথা বলেন।